'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে চাঁদপুর জেলায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমবায় দপ্তর এবং সমবায় সমিতিসমূহ, চাঁদপুর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
মো. লুৎফর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন. জামিউল হিকমা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায় পুরস্কার ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।