পীরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম
পীরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরের পীরগাছায় সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান ও মনিকা রাণী হালদারের যৌর্থ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কালব "ক" অঞ্চলের ডিরেক্টর ও পীরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমূখ। 

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি,জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে