প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৮:১৪ এএম
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে প্রোটিয়াদের মাত্র ১৩৯ রানেই আটকে দেয় পাকিস্তানিরা। বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে সহজে এই লক্ষ্য টপকে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। চার উইকেটে জিতেছে স্বাগতিকরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে পাকিস্তান। প্রথম ওভারেই টানা দুইটি উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। কুইন্টন ডি কক ও লুহুয়ান দ্রে প্রিটোরিয়াস রানের খাতা খোলার আগেই বিদায় নিলে শূন্য রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেওয়াল্ড ব্রেভিসও খেলেন ধীরগতিতে। ২২ বলে মাত্র ২১ রান করে আউট হন ব্রেভিস। উসমান তারিকের বলে বাবর আজমের তালুবন্দী হন তিনি। তারপরই ম্যাথু ব্রিটজকেকে বোল্ড করেন মোহাম্মদ নওয়াজ। তারপর ক্যামিও ইনিংস খেলে প্রোটিয়াদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডোনোভান ফেরেইরা। ১৪ বলে ২৯ রান করে ফাহিম আশরাফের শিকার হন তিনি। পরের বলে জর্জ লিন্ডে গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান। ৭৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। করবিন বশ ২৩ বলে ৩০ রান করে প্রোটিয়াদের সংগ্রহ বৃদ্ধি করেন। তাকে সঙ্গ দিয়ে ১০ বলে ১৩ রান করে আউট হন অ্যান্ডিলে সিমেলেন। বশের হার না মানা ইনিংসে ছিল দুইটি বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। শাহীন চার ওভারে ২৬ রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট শিকার করেন। দুইটি করে উইকেট শিকার করেন ফাহিম ও তারিক। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ হন সাইম আইয়ুব। ছয়টি বল খেলেও রান বের করতে পারেননি তিনি। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ১৮ বলে ১৯ রান করে বিদায় নেন। ৪৪ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ৫২ বলে ৭৬ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও বাবর আজম। ২৬ বলে ৩৩ রান করে আউট হন সালমান। তার প্রায় ১২৭ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল দুইটি বাউন্ডারি। প্রত্যাবর্তনের সিরিজে ৬৮ রান করে সিরিজ জয়ের ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন বাবর। বাবরের ব্যাট থেকে আসে ৯টি বাউন্ডারি। স্ট্রাইকরেট প্রায় ১৪৭। এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। ছয়টি উইকেট হারায় স্বাগতিকরা। ফলে চার উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল বাবর-শাহীনরা।