কাউখালীতে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুমন মনজুরের সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
কাউখালীতে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুমন মনজুরের সভা

পিরোজপুরের কাউখালীতে রোববার  (২ নভেম্বর) বিকালে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আহমেদ সোহেল মনজুর সুমন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ। কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাফিউল আজম ভিপি দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, সাইফুল্লা মনির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুর সুমন বলেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক। আমি আপনাদের সহযোগিতায় কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন করবো ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধানের শীষের পক্ষে ভোট দিয়ে সরকার গঠনে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে।