সড়ক দখল করে ব্যবসা : প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৩:৩৬ পিএম
সড়ক দখল করে ব্যবসা : প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

সড়ক ও মহাসড়কের পাশ দখল করে জমজমাট হয়ে উঠেছে ইট-বালু-পাথর ও গাছের ব্যবসা। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। এনিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বিভিন্ন অংশে, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ এলাকা, বাটাজোর-সরিকল সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ইট-বালু-পাথর ও গাছের গুড়ি সড়কের পাশে রেখে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা।

সরিকল এলাকার একাধিক বাসিন্দারা জানিয়েছেন, বাটাজোর-সরিকলের ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহনে যাত্রীরা চলাচল করছে। সড়কের বিভিন্ন অংশে গাছের গুড়ি রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা। যত্রতত্রভাবে সড়কের পাশে গাছ ও ইট ফেলে রাখায় দূর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

সম্প্রতি ওই সড়কে বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে স্তুপ করে রাখা গাছের গুড়ির সাথে ব্যাটারি চালিত চলন্ত ভ্যানের ধাক্কা লেগে এক যাত্রী ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও প্রায় প্রতিদিন সড়কজুড়ে গাছের গুড়ি রাখায় ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।

চাঁদশী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়ার আঞ্চলিক সড়কের নাঠৈ বারেকের দোকান থেকে মোল্লাবাড়ী বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কের পাশে ইট রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় একটি মহল। এরইমধ্যে ওই ইটের স্তুপের কারনে দূর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মোটরসাইলে চালক ও ইজিবাইকের যাত্রীরা। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিলোনা। খুব শীঘ্রই অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে