মহাসড়কে বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম
মহাসড়কে বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা জোড়াতালি দেয়া ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রিজ দ্রুত নির্মানের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উজিরপুর উপজেলা বাসদের নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বাসদের উজিরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সরদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদের ইউনিয়নের আহবায়ক হরি দাস রায়, সদস্য সচিব খোকন গাজী প্রমুখ।

বক্তারা বলেন, বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল করে। এরকম একটি সেতু বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা মানে সহস্র মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি নতুন করে নির্মানের দাবি করেন।

মানববন্ধন শেষে বাসদের প্রতিনিধি দল ঝুঁকিপূর্ণ বামরাইল ব্রিজ দ্রুত নতুন করে নির্মানের দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি পেশ করেন।