দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা রাজবাটী আর্দশ মানব কল্যাণ সংঘের উদ্যোগে আজ সোমবার (৩ নভেম্বর) গ্রাহক, তরুণ-তরুণী এবং উদ্দ্যোক্তাদের নিয়ে তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করা হয়েছে।
আয়োজনে প্রধান কার্যালয়ের রহমত আলী হল রুমে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্দেশনায় ও উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংস্থার সভাপতি মিহির কুমার ঘোষের সভাপতিত্বে এবং জেলা ব্যবস্থাপক মো. রশিদুল ইসলামের সঞ্চালনায় তরুণ-তরুণীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য শুশান্ত কুমার দাস ও মো. তসলিম আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার ঘোষ।
আর্দশ মানব কল্যাণ সংঘের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে আমরা ক্ষুদ্র ঋণ প্রদান করে তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে আসছি। আমরা বিশেষ করে তরুণ, যুবাদের উদ্যোক্তা তৈরী করেছি বলেই তারা তাদের পণ্যজাত দ্রব্য বাজারজাত করে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিত লাভ করছে। এছাড়া আমরা পরিবেশ সংরক্ষণের জন্য গাছের চারা বিতরণ করেছি। অসহায়দের চিকিৎসা সেবা সহায়তা প্রদান, ক্রীড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবক-যবতীদের অংশ গ্রহণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেছি। সেই সাথে স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, পলিথিন ব্যবহার বর্জনের বিষয় জনগণকে কাপড়ের ব্যাগ ব্যবহারে সচেতন করে আসছি।
ম্ক্তু আলোচনায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা সঞ্জয় কুমার শীল ও শ্রী সঞ্জয় উঁড়াও। সার্বিক তত্ববধানে ছিলেন সংগঠনের অফিস প্রশাসন রাজেন্দ্র কুমার দাস।