পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাটমোহর উপজেলার নিমাইচড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিমাইচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ শাহাদত হোসেন। প্রধান অতিথি ছিলেন হাসান জাফির তুহিনের সহধর্মিনী মিসেস নিলুফার জাফির। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক ছাত্রদল নেতা এ্যাড.আরিফা সুলতানা রুমা।
মহিলা সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বিজয়ী করার আহবান জানান।