সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম
সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে পরাজিত করেছে ভারত। আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে মাত্র ১১৯ রানে অলআউট হয়েছে অজিরা। টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। ৪০ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েন অভিষেক শর্মা ও শুবমান গিল। অভিষেককে শিকার করে এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ২১ বলে ২৮ রান করেন অভিষেক। তারপর শিবম দুবেকে নিয়ে ২৯ বলে ৩২ রানের জুটি গড়েন গিল। দুবে ১৮ বলে ২০ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। তারপর সূর্যকুমার যাদব ও গিলের জুটিতে আসে দ্রুত ৩৩ রান। এই জুটি মোকাবেলা করে ১৬টি বল। ৩৯ বলে ৪৬ রান করে আউট হন গিল। তাকেও বোল্ড করেন এলিস। চারটি চার ও একটি ছক্কা আসে গিলের ব্যাট থেকে। সূর্য করেন ১০ বলে ২০ রান। শেষ দিকে অক্ষর প্যাটেল করেন ১১ বলে ২১ রান। এতেই ২০ ওভারে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। উইকেট হারায় ৮টি। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন এলিস ও জাম্পা। এলিস ৪ ওভারে মাত্র ২১ রান দিলেও জাম্পা দেন ৪৫ রান। এই রান তাড়া করতে নেমে ২৯ বলে ৩৭ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া। ১৯ বলে ২৫ রান করে আউট হন ম্যাথিউ শর্ট। জশ ইংলিস ১১ বলে ১২ রান করে আউট হন। তাদের দুইজনকেই শিকার করে অক্ষর প্যাটেল। অধিনায়ক মিচেল মার্শও বিদায় নেন ২৪ বলে ৩০ রান করে। এতে ৭০ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। বড় বিপদ হয় টিম ডেভিড আউট হওয়ার পরে। শেষ ২৮ রানেই সাতটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় অজিরা। ডেভিড ৯ বলে ১৪ রান করেন। মার্কাস স্টয়নিস করেন ১৯ বলে মাত্র ১৭ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ১১৯ রানে। ফলে ৪৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় ভারত। ভারতের পক্ষে মাত্র ৮টি বল করেই ৩টি উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট নেন দুবে ও অক্ষর। ব্যাটে-বলে পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল।