বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ পিএম
বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম এর পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ত্রৈমাসিক সভা গত  বুধবার চট্টগ্রাম নগরীর একটি হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মোহাম্মদ সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা রেজিস্ট্রার ,খন্দকার জামিলুর রহমান,সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মৌলানা কাজী হারুন চৌধুরী, স্থায়ী কমিটির মহাসচিব কাজী শাকের আহমেদ চৌধুরী, বক্তব্য রাখেন সর্বজনাব কাজী এ, কে, এম, একরামুল হক,কাজী ইউসুফ, কাজী জাহাঙ্গীর আলম, কাজী আবদুল আজিজ, কাজী সাইফুদ্দিন মামুন, কাজী আলমগীর আনছারী,কাজী খায়রুল আলম প্রমুখ। সভার শেষে মিলাদ কিয়াম, দেশ জাতি ও ফোরামের কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন কাজী মীর হাসানুল করিম মুনিরী।

আপনার জেলার সংবাদ পড়তে