নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাদির(৪০) এলাকায় কানকাটা কাদির নামে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চারেং বাড়ির দরজায় তাকে কে বা কারা বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়। কাদিরের বিরুদ্ধে মারামারি,মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদিরকে হত্যা করা হয়েছে। সে গত ৮মাস আগে শরীফপুর নতুন বাড়ীর
দুলালের মেয়ে সালমাকে প্রেম করে বিয়ে করে। তার স্ত্রীর সন্তান সম্ভবা। স্থানীয় আরিফ হাজির পোল ও শরীফপু ইউনিয়নের বর্ডার থেকে তার লাশ উদ্ধার করা হয় । তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে বলেন, ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সাথে তেমন সম্পর্ক ছিলনা। তার বিরুদ্ধেও একাধিক মামলা ছিল। লিখিত অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।