নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ ( আইডিইবি)র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর এ উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয় সাহেব পাড়া থেকে বের করা হয় এক বিশাল র্যালি। র্যালিটি সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে সৈয়দপুর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ মোনায়মুল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন,সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহদী ইমাম।
বিশেষ অতিথি যথাক্রমে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সৈয়দপুর পৌর জামায়াতের আমীর সরফরাজ খান,সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ,আইডিইবির উপদেষ্টা প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম কমল,সংগঠনের সহসভাপতি মোঃ শহিদুল ইসলামসহ অনেকে। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। গীতা পাঠ করেন শ্রী পিযুষ কান্তি রায়।
প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দক্ষ জনশক্তি দেশ গঠনের চালিকা শক্তি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভার প্রথমে ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ও ২৪ এর গণআন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে সৈয়দপুরসহ পাশ্ববর্তী চিরিরবন্দর,পার্বতীপুর ও নীলফামারীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত নারী পুরুষ ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।