শেরপুরে বিএনপির কেন্দ্র কমিটি করার লক্ষে সভা

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৩:০৬ পিএম
শেরপুরে বিএনপির কেন্দ্র কমিটি করার লক্ষে সভা

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের ২ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য কেন্দ্র কমিটি করার লক্ষ্যে তৃণমূল কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর রোববার রাত ৮ টায় শালফা এসআর চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত আলোচনা সভায় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,কানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মির্জপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়কোবাদ, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, সদস্য রফিকুল ইসলাম রফিক, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসান আলী, খানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. কছিমুদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে