গাইবান্ধার আদালত পাড়ায় নথি গায়েব হওয়ার অভিযোগ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ১১ নভেম্বর, ২০২৫, ০৫:২০ পিএম | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৫:২০ পিএম
গাইবান্ধার আদালত পাড়ায় নথি গায়েব হওয়ার অভিযোগ

গাইবান্ধার আদালতে মামলার নথি গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। বিচারাধীন মামলার নথি গায়েব হওয়ার গোপন রহস্য নিয়ে জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোঃ রেজওয়ানুল হক মন্ডল সোমবার ১০ নভেম্বর একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বিজ্ঞ জেলা জজ আদালতে সংশ্লিষ্ট পারিবারিক আপীল নং- ৫৪/২০২৩ মোকদ্দমার বাদিনী মোছাঃ মিতু রানীর পক্ষে এই অভিযোগ দায়ের করার সত্যতা স্বীকার করেন। 

সূত্রে জানা যায়, পারিবারিক মোকদ্দমাটির রায় ও ডিক্রী সম্পাদনের পর থেকেই বাদিনীর বিচারাধীন মোকদ্দমার নথি গায়েব হয়। যার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তা শাখায় যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে প্রকাশ পায়, নথিটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। তা গায়েবকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

আপনার জেলার সংবাদ পড়তে