কিশোরগঞ্জ সদরে ডিএমআইই প্রশিক্ষণ সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৮:৪২ পিএম
কিশোরগঞ্জ সদরে ডিএমআইই প্রশিক্ষণ সম্পন্ন

ইউরোপীয় ইউনিয়নেরসহ-অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ” সম্পন্ন হয়েছে।

গতকাল  কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ । বক্তব্য রাখেন সদর  উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম  তালুকদার।

প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাম আদালতের কিশোরগঞ্জ সদরের সমন্বয়কারী মোঃ  কবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন  গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক হাফিজা আকতার।

এই প্রশিক্ষণ কর্মসূচি “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়”প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে