ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়েকে গলা কেটে হত্যা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়েকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্ত্রীকেও গলা কেটে হত্যা চেষ্টা তারা। আহতাবস্থায় স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত তিনটার দিকে হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা ইউনিয়নের আমির খাঁ কুরা গ্রামে।

নিহতরা হলেন, রতন মিয়া (৩২) ও তার মেয়ে নুড়িয়া আক্তার (৭), আহত স্ত্রীর নাম জুলেখা আক্তার (২৫)। রতন মিয়া একজন গার্মেন্টকর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঘাইতলা ইউনিয়নের আমিরখাঁ কুরা গ্রামের রতন মিয়া একজন গার্মেন্টকর্মী। মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাত দুইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে রতন মিয়া তার ও মেয়ে নুড়িয়া আক্তারকে গলা কেটে হত্যা করে। এ সময় স্ত্রী জুলেখা আক্তারকেও গলা হত্যার চেষ্টা করা হলে তার আত্মচিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতাবস্থায় জুলেখাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে। তবে দুটি কি কারণে ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে