সারিয়াকান্দিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:২০ পিএম
সারিয়াকান্দিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়া সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে মরিচের চারাগাছ চুরির ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জেলসাদ খান (৫৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর চরের মৃত বক্কর খাঁর ছেলে। এ ঘটনায় তার ভাই হোসেন খান (২২) এবং ভাই পেনসিল খানের ছেলে রঞ্জু খান (৩৫) ও দেলোয়ার খান (৪০) গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় অপর পক্ষের চানু খানের ছেলে মিজানুর খান (৪০) এবং সোহেল খান (২২) আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে বোহাইল ইউনিয়নের নান্দিনার চর বাজারের পূর্ব পাশে এ ধরনের মারামারির ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকমাস আগে নিহত জেলসাদ খানের হাইব্রিড মরিচের বিজতলা থেকে চুরি করে মরিচের গাছ নিয়ে এসে নিজের জমিতে রোপণ করেন উত্তর শংকরপুর গ্রামের কালু খানের ছেলে জালাল খান। কিন্তু জালাল খান বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। বুধবার দুপুরে নিহত জেলসাদ খান পুনরায় জালাল খানের জমিতে যান। সেখানে তিনি দেখেন একই জমিতে গাছে  দুই জাতের মরিচ ধরেছে। তখন তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। এ নিয়ে তিনি ঘটনাস্থলে উচ্চবাচ্য শুরু করে দেন। পরে তাদের মধ্যে কথার কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জেলসাদ খানসহ তার পক্ষের ৪ জন গুরুতর আহত হন। এছাড়া একই সংঘর্ষে তার প্রতিপক্ষের ২ জন আহত হন। আহতদের প্রথমে জামালপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জেলসাদ খানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে  হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনার তদন্তে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে