রূপসায় নিহত আলতাফ'র স্মরণে শ্রমিক দলের দোয়া

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
রূপসায় নিহত আলতাফ'র স্মরণে শ্রমিক দলের দোয়া

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. আলতাফ হোসেন খন্দকার এর স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজী। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা, মো. লাবলু শেখ, আতাহার গাজী, মো. ইউনুস সরদার, হুমায়ুন কবির, হান্নান মীর, কামাল শেখ, জামাল শেখ, সাঈদ শেখ, সোহেল শেখ প্রমুখ। পরে বাদ আসর পূর্ব রূপসা বাসস্ট্যান্ড সিএনবি জামে মসজিদে দোয়া'র আয়োজন করা হয়।

বক্তারা বলেন, আলতাফ হোসেন খন্দকার একজন নিরহংকার, সদালাপী ও সৎ মানুষ ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে