পিরোজপুর ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

এফএনএস (গোলাম মোস্তাফা; নেছারাবাদও স্বরূপকাঠি, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
পিরোজপুর ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

পিরোজপুর নেছারাবাদে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী হাজী আহমেদ সুমন মনজুর। তার বাবা সাবেক মন্ত্রী ও  বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশন এর উদ্যোগে আজ সোমবা সকাল ১১টায় উপজেলার আঁকলাম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, শতাধিক শতাধিক ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী, যিনি বলেন- মানুষের অধিকার, স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রার্থী সমান মঞ্জু বলেন, ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ধারাবাহিকভাবে এমন সেবা অব্যাহত থাকবে। 

নেছারাবাদ পৌর বিএনপি'র সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী কামাল বলেন, অনেক শিক্ষার্থী এই চোখের বিভিন্ন রোগে লেখাপড়া করতে পারছে না। তাই মনোনীত প্রার্থী সুমন মঞ্জ ুর এই উদ্যোগ নিয়েছেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমাদের বিদ্যালয় অনেক শিক্ষার্থী আছেন যারা চক্ষু রোগে দীর্ঘদিন পর্যন্ত ভুগছেন। ওইসব শিক্ষার্থীরা এই ফ্রিজ চিকিৎসা ও চশমা পেয়ে খুবই উপকৃত হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন মানসম্মত ফ্রি চক্ষু সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।