ফ্যাসিস্ট আ’লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের নীল নকশা করেছিল : এম আব্দুল্লাহ

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৪ এএম
ফ্যাসিস্ট আ’লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের নীল নকশা করেছিল : এম আব্দুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে একটি অশিক্ষিত জাতি ও প্রজন্ম গড়ে তোলার নীল নকশা করেছিল। সেই নীল নকশারই বাস্তবায়ন চলছিল বিগত সময়ে। বাংলাদেশকে একটি আধিপত্যবাদী শক্তির পদতলে সমর্পণ করেছিল আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরশাসক। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের আলেম সমাজের উপর নিপীড়ন চালানো হয়েছিল। উদ্দেশ্যমূলকভাবে জঙ্গী তকমা দিয়ে দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সকল পায়ঁতারা করা হয়েছিল। তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি ইতিহাস থেকে দেখা যায় একটি জাতি ও প্রজন্মকে ধ্বংস করতে হলে প্রথমে সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পুরো জাতিকে তাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। দিল্লির ডিজাইন অনুযায়ী এদেশের শিক্ষাব্যবস্থাকে একটি হিন্দুত্ববাদী শিক্ষাব্যবস্থায় রূপ দেওয়া হয়েছিল। বিগত দিনে বছরের শুরুতে আমাদের কোমলমতি শিক্ষাথীদের হাতে যেসকল বই দেওয়া হতো, তাতে প্রতিমার ছবি দিয়ে ছাপা হতো কোলকাতার প্রেস থেকে।  হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে তিনি বলেন, একজন মুসলমানের সন্তানকে হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করে, বিকৃত ইতিহাস দিয়ে তার মনমানসিকতা ও মগজ ধোলাই করে জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদি তারা (আওয়ামী লীগ) ’২৪ সালেও টিকে যেতো তাহলে আমাদের এই জাতির ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছিল। মহান আল্লাহর প্রতি শুকরিয়া, জাতি ধ্বংসের নীল নকশা থেকে কোমলমতি শিক্ষাথীসহ আমাদেরকে রক্ষা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সুরতরঙ্গ রোডে আল হেলাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম আব্দুল্লাহ বলেন, ২০২৪ সালটি ছিল বাংলাদেশের ইতিহাসে বাঁক বদলের অবিস্মরণীয় একটি বছর। যে বছরে বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছে ১৫ বছরের দু:শাসন, নিপীড়ন, জুলুম-নির্যাতন, মানবাধিকার দলন, মৌলিক অধিকার হরণ-দলনসহ নিপীড়নের একটি শাসনের অবসান ঘটিয়েছে বিদায়ী ’২৪সালটি। তিনি আরও বলেন, জুলুম-নির্যাতন-নিপীড়নসহ দু:শাসনের অবসান ঘটাতে গিয়ে আমাদের প্রায় দুই হাজার ছাত্রজনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ত্রিশ হাজারের মতো ছাত্রজনতা আজও অঙ্গহানিসহ বিভিন্নভাবে আহতাবস্থায় ধুঁকে ধুঁকে এক করুন জীবন যাপন করছেন। প্রতিষ্ঠানের শিক্ষক শাওন আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আল হেলাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হেদায়েত উল্লাহ, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, মজিবুর রহমান, নিয়ামত উল্লাহ ভূঁইয়া, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, মোজাম্মেল পাটোয়ারি প্রমুখ। পরে শিক্ষাথীদের মাঝে বাষিক ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে