নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৩:২১ পিএম
নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে এই ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদ ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর উপজেলার বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে বেড়ে ওঠেন। একপর্যায়ে নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। গত প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন।সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের ধর্নার (আড়ার) সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এই ঘটনায় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে