নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের লিফলেট বিতরণ ও গনসংযোগ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের লিফলেট বিতরণ ও গনসংযোগ

নড়াইল ২- আসনের এম পি প্রার্থী  খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতিকের আলহাজ্ব  মাওলানা মোঃ হান্নান সরদার লিফলেট বিতরণ ও গন সংযোগ করেছেন।

 মঙ্গলবার  বেলা ১১ টায় দেওয়াল ঘড়ি প্রতিকের  নড়াইল-২ আসনের এম পি প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার  লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার,সিএন্ডবি চৌরাস্তা, লক্ষীপাশা সহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। লিফলেট বিতরণ শেষে লোহাগড়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্সের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমি খেলাফত মজলিসের পক্ষ থেকে নড়াইল -২ আসনে দেওয়াল ঘড়ি প্রতিকের নমিনেশন পাবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন   মানুষে মানুষে ভাই ভাই, কোন ভেদাভেদ নাই। আমি নড়াইল-আসনে এমপি হলে এলাকার সার্বিক উন্নয়ন করবো।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মসলিস নড়াইল জেলা সাধারণ সম্পাদক হাঃ মাওঃ মোঃ রুহুল্লাহ, জেলা সহসভাপতি মুন্সি ওয়াহিদুজ্জামান, লোহাগড়া থানা সভাপতি মাওঃ হাবিবুর রহমান, লোহাগড়া থানা সাধারণ সম্পাদক মোঃ  রহমান প্রমুখ

আপনার জেলার সংবাদ পড়তে