দিনাজপুরে কর্মসূচীর গুণগত মানের আত্মপর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪ পিএম | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪ পিএম
দিনাজপুরে কর্মসূচীর গুণগত মানের আত্মপর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচীর গুণগত মানের আত্মপর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী মিলনায়তনে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল উপজেলা এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার থিওটেনিয়াস শিশির রোজারিও এর সঞ্চালনায় ফেসিলেটেশন করেন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট কামরুল হাসান, টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড) ডা. দিপা রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী’র শামীমা পপি।

দুইদিন ব্যাপী কর্মশালায় বিভিন্ন ধর্মে ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, শিশু প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় দুইদিনে পরিবর্তনশীল বাজেট, ভঙ্গুর প্রেক্ষাপটের জন্য নূন্যতম স্পন্সারশিপ এফসিপিও প্রয়োগের দক্ষতা বৃদ্ধি, বাহ্যিক প্রতিষ্ঠানের সাথে কার্যকর নটওয়ার্কিং এর সম্পৃক্ততা, বিশ্বাস এবং মূল্যবোধের রুপান্তর ঘটানো ও সামাজিক সংহতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে