দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ শাখা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে নবীন ক্যাডেটদের জন্য আয়োজন করা হয় বরণ ও আলোচনা সভা।
অনুষ্ঠানের করেন কলেজের বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মঞ্জুরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ক্যাডেট সামিউল আলম হৃদয়ের নেতৃত্বে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কলেজের বিএনসিসি কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর বলেন, “বিএনসিসি এমন একটি মঞ্চ, যেখানে একজন শিক্ষার্থী শুধু নিয়ম-শৃঙ্খলার মধ্যেই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্রকৃত প্রশিক্ষণ লাভ করে। আমাদের কলেজের শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে যে সুনাম অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। নবীন ক্যাডেটদের প্রতি আমার প্রত্যাশা তোমরা নিজেদের দায়িত্বশীল, আত্মনিবেদিত ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব বলেন, “বিএনসিসি শুধু সামরিকধর্মী প্রশিক্ষণ নয়, এটি চরিত্র গঠন, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধ শেখার একটি অনন্য প্রতিষ্ঠান। আজকের এই নবীন ক্যাডেটরা আগামী দিনে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবে এটাই আমাদের বিশ্বাস।” অনুষ্ঠানে মোট ১৫ জন নতুন ক্যাডেটকে বিএনসিসিতে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।