খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার নবনিযুক্ত প্রশিক্ষণার্থী রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সততা, শৃঙ্খলা, দক্ষতা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি নগরীর বয়রায় পুলিশ লাইনসে ৫৯ তম টিআরসি ব্যাচেরওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, পুলিশ সদস্যদের সকল প্রলোভনের ঊর্ধ্বে উঠে জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ পুলিশকে একটি সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী একটি বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা তাদের সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত ও আরও উজ্জ্বল করবেন। পাশাপাশি নিরীহ, দুর্বল এবং দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহায়তা প্রদান, নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সহানুভূতি ও শ্রদ্ধার সাথে আচরণ করতে হবে।
কেএমপি কমিশনার কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব এবং সহনশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে আরও বলেন, কর্তব্যরত অবস্থায় স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকলকে কঠোরভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। মনে রাখতে হবে পুলিশ বাহিনী ভালো কাজের পুরষ্কার দেয়, তবে অসদাচরণের জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।
এ সময় কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম.এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীমা আক্তার সুমি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেএমপিতে সদ্য যোগদানকারী মোট ৫০ জন পুলিশ সদস্য এই কোর্সে অংশ নিয়েছেন।