খুলনায় জলবায়ু-বাস্তুচ্যুত অভিবাসীদের মৌলিক সুরক্ষা সেবা বৃদ্ধির দাবি

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ২০ নভেম্বর, ২০২৫, ০১:০০ পিএম | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
খুলনায় জলবায়ু-বাস্তুচ্যুত অভিবাসীদের মৌলিক সুরক্ষা সেবা বৃদ্ধির দাবি

জলবায়ু-বাস্তুচ্যুত অভিবাসীদের আবাসন, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, নারী ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ শৌচাগার ও জীবিকার সুযোগের মতো মৌলিক পরিষেবাগুলিতে অ্যাক্সেসের অভাব এবং তাদের জাতীয় পরিচয়পত্র আপডেট করতে না পারার অক্ষমতা তুলে ধরে বলেছেন, উল্লিখিত সুযোগ থেকে তারা বঞ্চিত থাকার কারণে সরকারি সামাজিক সুরক্ষা পরিষেবাগুলি পাওয়ার ক্ষেত্রে তারা বাঁধাপ্রাপ্ত হন। বুধবার নগরীর বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকা থেকে প্রায় ২শ’ জলবায়ু-বাস্তুচ্যুত অভিবাসী খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব সেতুবন্ধনে এসব দাবি ও সুবিধা বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন। 

বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল: ‘বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা পরিষেবা বৃদ্ধিতে মানব সেতু’।

অংশগ্রহণকারীরা জলবায়ু-প্রভাবিত অভিবাসীদের সংগ্রামের উপর জোর দিয়ে এবং পরিষেবা-বঞ্চনা মোকাবেলায় অবিলম্বে সরকারের মনোযোগ আকর্ষণের আহ্বান জানান। তারা সামাজিক সুরক্ষা-নেট কর্মসূচিতে সমান সুযোগ, নিরাপদ জীবনযাপনের পরিবেশ এবং নগর জলবায়ু-বাস্তুচ্যুত নাগরিক হিসেবে স্বীকৃতির দাবি জানান।  অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন, তাদের সম্মিলিত কণ্ঠস্বর খুলনা শহরে বসবাসকারী সমস্ত জলবায়ু-বাস্তুচ্যুত পরিবারের জন্য শক্তিশালী সামাজিক সুরক্ষা এবং উন্নত পরিষেবা প্রদানের দিকে পরিচালিত করবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু-বাস্তুচ্যুত সম্প্রদায়ের মূল দাবি এবং সুপারিশ সম্বলিত একটি স্মারকলিপি কেসিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জলবায়ু বাস্তুচ্যুত অভিবাসী পারুল আক্তার, নাদিরা পারভীন, রিক্তা খাতুন, শাহানা পারভীন এবং জেনাত আরা প্রমুখ।