কয়রা উপজেলা প্রশাসের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায কয়রা উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায বিজয়ীদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ,
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনি শংকর, আনসার ভিডিপি অফিসার অহিদুজ্জামান প্রমুখ। এর ়আগে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়।