গজারিয়ার বালুয়াকান্দি সংলগ্ন মেঘনা নদীতে পারে জেলেদের হাতে কোনি জাল

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
গজারিয়ার বালুয়াকান্দি সংলগ্ন মেঘনা নদীতে পারে জেলেদের হাতে কোনি জাল

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি সংলগ্ন  মেঘনা নদীতে পারে জেলেদের হাতে কোনি  জাল তুলে দেন তিনি। ১৯ নভেম্বর বুধবার দুপুর ২ টায় বালুয়াকান্দি সংলগ্ন  মেঘনা নদীতে পার

অসহায় দরিদ্র গরিব জেলেদের মাঝে   বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন জেলেদের হাতে কোনি  জাল তুলে দেন।

ধারাবাহিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার(১৯ নভেম্বর)বেলা ১২ঘটিকায় উপজেলার বালুয়াকান্দি সংলগ্ন  মেঘনা নদীতে পারে জেলেদের হাতে কোনি  জাল তুলে দেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ,রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উৎসব মুখর পরিবেশে দুপুরবেলা প্রচন্ড রোদে ১৫  জন  জেলের  হাতে তুলে দিলেন কোনি জাল অসহায় দরিদ্র  জেলেরা জাল হাতে পেয়ে অনেক খুশি হয়েছে এই জাল মাছ ধরে বিক্রি করে সংসার চলতে পারবে। 

আপনার জেলার সংবাদ পড়তে