টক অব দ্যা মেলান্দহ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০২:৪৪ পিএম
টক অব দ্যা মেলান্দহ

কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ইসলামি আন্দোলনে যোগদানের খবরটি এখন টক অবদ্যা মেলান্দহ পরিণত হয়েছে। ১৯ নভেম্বর সন্ধ্যায় তাঁর যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। সর্বশেষ মেলান্দহ বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলকে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন দেয়ার পরও মেলান্দহ বিএনপি’র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান শুভ সিদ্দিকী নিজেকে সক্রিয় প্রার্থী হিসেবে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এরই মধ্যে মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এ সমতাবস্থায় বিএনপি’র আরেক ভিআইপি প্রার্থী ছিলেন এই দৌলতুজ্জামান আনছারী। ইসলামি আন্দোলনে যোগদানের বিষয়ে তিনি প্রতিক্রিয়ায় ব্যাক্ত করে বলেন, আমি বিএনপি থেকে মনোনয়ন চাইনি। আমার কর্মী-কমর্থক বা সূধি মহলের কাছে আলোচনার বিষয়টি ভিন্ন। আমি বিএনপি’র নেতা-কর্মীদের কর্মকান্ডে হতাশ। কিংকর্তব্য বিমুঢ়। কারণ আ’লী এবং বিএনপি’র কর্মকান্ড অভিন্ন। তাই আমি নিজে থেকেই তুলনামূলক ইসলামি আন্দোলনের দর্শনে মুগ্ধ হয়ে যোগদান করেছি।

আবার সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুও বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে জোর লবিং চালাচ্ছেন। গণসংযোগও অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে মঞ্জু এবং শুভ সিদ্দিকী অভিন্ন সুরে সাংবাদিকদের জানান-বিএনপি থেকে আগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা পরিবর্তনের জোর সম্ভাবনা আছে। এ জন্য আমরা মাঠ ছাড়িনি। বিএনপি’র হাই কমান্ডের শেষ সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করব। এ জন্য আমাদের ভরসা ছাড়িনি। 

 এ ব্যাপারে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত মোস্তাফিজুর রহমান বাবুল জানান-দল পরিবর্তন এবং নির্বাচনে অংশগ্রহণ নাগরিক অধিকার। যত প্রার্থী থাকবে, নির্বাচন তত অর্থবহ হবে। আমার দল পরিবর্তন করে অন্য দল থেকে নির্বাচন করলেও, আমার নির্বাচনী মাঠে কোন প্রভাব পড়বে না। কারণ ভোট দিবে ভোটাররা। 

আপনার জেলার সংবাদ পড়তে