সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দূর করে ঘুষ দূর্ণীতি মুক্ত উন্নয়ন ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়তে এনসিপি বদ্ধ পরিকর। সেই লক্ষ্য অর্জনে ভোটারদের আস্থা অর্জন করে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনে এনসিপি মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের সংগঠক মোঃ ওয়িদুজ্জামান উপরোক্ত কথা বলেন। তিনি দাকোপ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ, সুন্দরবন কেন্দ্রীক ইকো ট্যুরিজম ও পর্যটনের বিকাশ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করনে কাজ করার অঙ্গিকার করে বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়ে এনসিপি দলগত ভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তিনি সরকারের সেবা খাত গুলোর অনিয়ম দূর করে সত্যিকারের নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান। সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ এমন দাবী করে বলেন, অতীতের রাজনীতিতে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তারা এ দেশের নাগরিক হিসাবে স্বাধীন ভাবে বসবাস ও মতামত উপস্থাপন করতে পারবে। সভায় তিনি আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় তার সাথে জাতীয় নাগরিক পার্টির দাকোপ উপজেলা সমন্বয়ক অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম রশীদ, এনসিপি ও ছাত্র সংগঠক মোজাম্মেল সরদার, আফসানা মীম, ফাহমিদ ইয়াসি এবং শিকদার বোখারী উপস্থিত ছিলেন।