রাজশাহী-ঢাকা রেললাইনের চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশন অদূরে ডেঙ্গারব্রিজ এলাকা থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লেললঅইনের পাশে মৃতদেহটি পড়ে ছিলো।
চাটমোহর রেলস্টেশনের কর্মচারী আমিরুল ইসলাম জানান সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার দিকে যাওয়ার পরে রাজশাহী ঢাকা রেললইনের গুয়াখড়া রেল স্টেশনের অদূরে ডেঙ্গারব্রিজ এলাকায় সকাল সাড়ে ৯টায় খবর পাই এক ব্যাক্তি েেটনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং চাটমোহর থানা পুলিশের মাধ্যমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে জানতে পারি ওই ব্যক্তি মারা গেছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান,অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।