ভূমিকম্পে ক্লাস পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দিচ্ছে ডাকসু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০২:২১ পিএম
ভূমিকম্পে ক্লাস পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দিচ্ছে ডাকসু

ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী পনেরো দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের রোববার বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ি ফেরা যাতে নির্বিঘ্ন হয়, সে জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু।

দুপুরে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগীয় শহরের দিকে বিশেষ পরিবহন চালুর প্রক্রিয়া চলছে এবং শিক্ষার্থীরা কোন অঞ্চলে বেশি বাস চান, সেটি জানালে তালিকা তৈরি সহজ হবে।

পোস্টে তিনি লেখেন, “বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ, প্রসেস চলমান রয়েছে।” শিক্ষার্থীদের চাহিদা জেনে চূড়ান্ত রুট নির্ধারণের আহ্বানও জানান তিনি।

আসিফ আব্দুল্লাহ বলেন, সোমবার দুপুরের পর বিভাগীয় শহরের উদ্দেশে বাস চলাচল শুরু হবে। তিনি জানান, শিক্ষার্থীদের প্রয়োজন এবং চাপ বিবেচনায় রুট ও বাস সংখ্যা নির্ধারণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে