জামালপুরে পোল্ট্রি খামারীদের দূর্দিন, লোকসানের ঝুঁকছেন অন্য পেশায়

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:১৩ পিএম
জামালপুরে পোল্ট্রি খামারীদের দূর্দিন, লোকসানের ঝুঁকছেন অন্য পেশায়

পাল্ট্রি শিল্পে লেয়ার মুরগির খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি ও ডিমের দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে খামারীরা। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে লোকসান গুনতে হচ্ছে এ কারনা খামারীরা এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় ঝুঁকছেন। 

জানাগেছে,জামালপুরের ইসলামপুর উপজেলায় ১শত ৫০টি খামার রয়েছে। অধিকাংশ খামারীরাই খাদ্যের দোকানে বাকী,ব্যাংক ঋন পরিশোধের চাপ থাকায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ সবই ঝুঁকির মুখে পড়েছে। তাই খামারীরা এই ঝুকিপূর্ণ ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসায় যেতে বাধ্য হচ্ছেন। বর্তমানে ৫০ কেজি লেয়ার খাদ্যের দাম ২ হাজার ৭০০ টাকা। অন্যদিকে প্রতি পিস ডিম ৮ টাকা ৫০ পয়সায় বিক্রি করে তাদের লাভ হচ্ছে না।  

ডিমের বাজার ধসে পড়ায় অনেক খামারী তাদের লেয়ার মুরগি বিক্রি করে দিচ্ছেন। বর্তমানে  রিজেক্ট মুরগির দামও উল্লেখ যোগ্য ভাবে কমে গেছে। এক হাজার লেয়ার ক্ষমতা সম্পন্ন খামারে, ডিম উৎপাদন শুরু হওয়া পর্যন্ত, খাদ্য ও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৮/৯ লাখ টাকা ব্যয় হয়ে থাকে। কিন্তু উৎপাদন শেষে রিজেক্ট মুরগি বিক্রি করে খামারিরা মাত্র ৪/৫ লাখ টাকা পাচ্ছেন। অর্থাৎ অর্ধেকই লোকসানে হচ্ছে। 

সফল উদ্যোক্তা কাছিমা গ্রামের খামারী মমতা বেগম বলেন, এইভাবে লোকসান দিয়ে ব্যবসা চালানো সম্ভব হচ্ছেনা। তাই তিনি রিজেক্ট মুরগি বিক্রি করে অন্য ব্যবসায় যাওয়ার চিন্তা করছেন।

বোয়ালমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম এর স্বত্বাধিকারী আজিজুর রহমান বিএসসি জানান, ব্যাংক ্ঋন নিয়ে খামার করেছি। কিন্তু এখন লোকসানে কিস্তি পরিশোধ করাও খুবই কঠিন হয়ে পড়েছে।

ফিরোজ খান লোহানী খামার ব্যবসায়ী বলেন, শীতকালীন সবজি বাজারে বেশি আমদানী হওয়ায় রমজান পর্যন্ত ডিমের দাম আরও কমতে পারে। কাজী ফার্মের ডিলার সোহেল মিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে খামারগুলো বন্ধ হতে থাকলে আগামী বছরের জুন মাস থেকে ডিমের দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তখন দেশে ডিম সংকটও দেখা দিতে পারে।স্থানীয় খামারিরা বলেন, সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন না করে লেয়ার পোল্ট্রি শিল্প পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এবিষয়ে ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম বলেন, ডিমের মূল্যহ্রাস ও খামারিদের সংকট সম্পর্কে অধিদপ্তর অবগত আছেন। সরকার খাদ্যের দাম কমাতে কাজ করে যাচ্ছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে