দিনাজপুর শহরের বিশ্বরোড সংলগ্ন এ্যাপটাচ কমিউনিটি মিলনায়তনে ইসলামি জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর শাখার উদ্যোগে আজ রোববার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আঞ্জুমান মুফিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু’র সভাপতিত্বে আয়োজিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রধান কার্যালয়ের ঢাকার যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ লোকমান আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (সিভিল) মো. শামসুজ্জামান ও ব্রাঞ্চ এফেয়ার্স এন্ড কো- অডিনেশন অফিসার (শাখা কার্যক্রম) মো. শামসুল আবেদীন, স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এমএ মজিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. লুৎফুন কবীর বকুল, ডা. মুহ. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মো. সিদ্দিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ডা. ইসতিয়াক চৌধুরী ও আজিজুল ইকবাল চৌধুরী।
প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি অতিরিক্ত সচিব (অব.) সৈয়দ লোকমান আহমেদ বলেন, অবিলম্বে দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত রাখা হবে।