দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত (২৩ নভেম্বর) রবিবার রাতে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক, বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঐ রাতে সংবাদটি পাওয়ার পর কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদরে এক আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেছে। এর আগে গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দলের শৃঙ্খলাভঙ্গ, সহিংসতা ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নুরুল আমিন বাবুলকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এর পর বাবুলের অনুসারীরা কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু খুলনার কয়রাই নয় এ ধরনের ১৮ নেতা কর্মীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ বলেন, কেন্দ্রীয় বিএনপি নুরুল আমিনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি একটি যুগপোযোগি সিধান্ত নেওয়া হয়েছে। তার মতো দুর্দীনের কান্ডারী এই নেতার বিএনপিতে প্রয়োজন।