ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে সোমবার দুপুরে বাল্যবিয়ে রোধে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রজিউল্ল্যা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ঈমাম, কাবিন লেখক কাজী, সমাজকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদে নিয়ে সভাটির আয়োজন করেন প্রশাসন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ।
সভায় বাল্যবিয়ে রোধকল্পে বিভিন্ন কলাকৌশল নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, শিক্ষক শিরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুস সবুর কাজল, লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা, কাজী লুৎফর রহমান, মসজিদের ঈমাম মুফতী মোঃ মুয়াজ, রেডক্রোস সোসাইটি কর্মী মুক্তা খান ও শিক্ষার্থী উর্মি আক্তার প্রমূখ।
বক্তারা বাল্যবিয়ে রোধে ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও বিয়ের কাবিন লেখক কাজীদের আরও সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সভার প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ে রোধে সমাজের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। কোনো বিয়ের কাজী, চেয়ারম্যান বা শিক্ষকদের বাল্যবিয়ের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কিশোর-কিশোরীরা কোর্টে গিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে যে বিয়ে সম্পন্ন দেখায় তা সম্পূর্ণ অবৈধ ও বেআইনী। তাই নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের প্রহসন থেকে সকলকে দুরে থাকার আহবান জানান প্রধান অতিথি।
এ মতবিনিময় সভার আগে উপজেলা প্রাঙ্গনে আয়োজিত পিঠা উৎসবের শুখ উদ্বোধন করেন প্রধান অতিথি। সভা শেষে উপজেলার একশত গরীব ও দুস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। একই সাথে তিনি দুস্থ অভিভাবকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা সহকারী কমনিার (ভুমি) এর কার্যালয় পরিদর্শন করেন। একই দিনে একটি ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি আশ্রয়ন প্রকল্প, একটি কমিউিনিটি ক্লিনিক ও উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক।