আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাম্প্রতিক বিভিন্ন জেলায় দলীয় প্রার্থীদের মোটরসাইকেল র্যালির সময় দুর্ঘটনা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নেয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, নির্বাচনকে সামনে রেখে জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র্যালি বেড়ে গিয়েছিল। এসব কর্মসূচিতে বারবার দুর্ঘটনা ঘটায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সব ধরনের মোটরসাইকেল শোডাউন, র্যালি ও শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের প্রচারণায় মোটরসাইকেল বহর দেখা গেলেও সাম্প্রতিক দুর্ঘটনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সাতক্ষীরায় মোটরসাইকেল শোডাউনের সময় ফজর আলী নামে ৭৩ বছরের এক ব্যক্তি প্রাণ হারান। ২২ নভেম্বর সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনাসহ আরও কয়েকটি দুর্ঘটনা দলের শীর্ষ নেতৃত্বকে নতুন নির্দেশনা দিতে বাধ্য করে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে দুর্ঘটনা ও আহতের ঘটনা হওয়ায় আমিরের নির্দেশে তাৎক্ষণিকভাবে পুরো দেশে মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। তিনি জানান, নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত।
প্রচারণা ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও নিশ্চিত করেন যে, কেন্দ্রীয় পর্যায় থেকে নেতাকর্মীদের উদ্দেশে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্বাচনী প্রচারণায় দলীয় অবস্থান জোরদার করতে মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক দুর্ঘটনাগুলো পরিস্থিতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে জামায়াত নেতৃত্বকে। নির্বাচনের আগে মাঠের প্রচারণায় দলটি নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় বলেই জানা গেছে।