সামনের সড়কে অবৈধ পার্কিং থাকায় জরিমানা গুনছে মার্কেট কর্তৃপক্ষ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:২১ পিএম
সামনের সড়কে অবৈধ পার্কিং থাকায় জরিমানা গুনছে মার্কেট কর্তৃপক্ষ

সিলেট নগরীকে যানজটমুক্ত রাখতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও তা মানছেন না চালক, হকার ও ব্যবসায়ীরা। সপ্তাহ না ঘুরতেই পুনরায় ফুটপাত দখল ও যানজট পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। তাই ফের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানে জরিমানা আদায় এবং বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

দুপুরের দিকে নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় অভিযান চলাকালে রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা দিতে না পারায় মার্কেট কমিটির একজন সদস্যকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মার্কেটের সামনে গাড়ি পার্কিং, হকার ও ফুটপাত মুক্ত রাখতে পূর্বেই মার্কেটগুলোকে সতর্ক করা হয়েছিল। প্রশাসনের সতর্কতার পর অধিকাংশ মার্কেটের সামনে ‘নো পার্কিং’ সাইনবোর্ড বসানো হলেও নির্দেশনা তোয়াক্কা না করে সাইনবোর্ডের পাশেই গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করছেন অনেক চালক।

এ ছাড়া নগরীর জিন্দাবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপণিবিতানকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিষয়ে পুনরায় সতর্ক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জিন্দাবাজার এলাকার প্রায় প্রতিটি মার্কেট ও বিপণিবিতানের সামনে রাস্তা ও ফুটপাতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ঘন্টার পর ঘন্টা অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর আগে একাধিকবার সতর্ক করা হলেও মার্কেট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি, ফলে নগরবাসীকে তীব্র যানজটে পড়তে হচ্ছিল।

সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এর আগে হকারদের উচ্ছেদ করে লালদিঘীরপাড় খোলা মাঠে অনেককে পুনর্বাসন করা হয়েছে। তবে হকারদের উচ্ছেদের পরও ফুটপাত ও রাস্তা দখল হয়ে যাচ্ছে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে।

আপনার জেলার সংবাদ পড়তে