‘ব্যর্থ সিস্টেম থেকে বেরিয়ে আসতে জাতিকে পথ দেখাতে হবে’ হোসাইন মোহাম্মদ সেলিম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ পিএম
‘ব্যর্থ সিস্টেম থেকে বেরিয়ে আসতে জাতিকে পথ দেখাতে হবে’ হোসাইন মোহাম্মদ সেলিম

গণতন্ত্রের নামে চলমান রাজনৈতিক সিস্টেমকে ব্যর্থ হিসেবে অভিহিত করে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, এই ব্যর্থ ব্যবস্থা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে একটি সত্যিকার কল্যাণকর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে জাতিকে পথ দেখাতে পারেন গণমাধ্যমকর্মীরা। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পন। এই দর্পনে কেবল চলমান ব্যবস্থার পক্ষে সাফাই নয়, বরং এর ব্যর্থতার চিত্রও থাকতে হবে। ঢাকার সেগুনবাগিচায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হেযবুত তওহীদের এই সর্বোচ্চ নেতা। মঙ্গলবার সকালে বাগিচা রেস্টুরেন্টে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রের রূপরেখা” বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বর্তমানে বাংলাদেশ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট পাড় করছে। জাতীয় ও আন্তর্জাতিক নানা শক্তি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্বের ফলে চরম অনিরাপত্তা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই অরাজকতা ও অশান্তির মূল কারণ হিসেবে বিদ্যমান সিস্টেমকে দায়ী করে তিনি বলেন, আমাদের রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি সহ সকল জাতীয় অঙ্গনসমূহ এখনও ব্রিটিশ শাসনামলে তৈরি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। এই ব্যবস্থা ইতোমধ্যেই ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়েছে। জাতীয় জীবনে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করে তিনি বলেন, যুগে যুগে একমাত্র আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আল্লাহর দেয়া বিধানের আলোকে আধুনিক রাষ্ট্রকে ঢেলে সাজানোর প্রস্তাব দিচ্ছে হেযবুত তওহীদ। তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাব জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে ও মাল্টিমিডিয়া ইনচার্জ রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, হেযবুত তওহীদ ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর হেড অব ডিজিটাল জাকারিয়া ইবনে ইউসুফ, গ্লোবাল টেলিভিশনের হেড অফ ডিজিটাল ইমরান হক, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগ, দৈনিক সমকাল এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু, দ্যা নিউজ এর হেড অফ নিউজ আফতাব শুভ, ডেইলি সান এর স্টাফ রিপোর্টার নাসির শেখ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে