চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী

পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এ উপলক্ষে সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার। ভেটেরিনারী সার্জন উম্মে আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়ব রহমান,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,ডেইরি খামারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম,পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,খামরী সুলতানা পারভীন,খামারী রিনা পারভীন প্রমুখ। 

এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে,ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প,কৃত্রিম প্রজনন সেবা,ভ্রাম্যমান প্রচারণা,গবাদি পশু ও হাঁস-মুরগীর ীফ্র ভ্যাকসিনেশন ক্যাম্প,বিনামূল্যে কৃমিনাশক বিতরণ,স্কুল ফিডিং কর্মসূচি,চিত্রঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,প্রাণিসম্পদ টেকসই উন্নয়নে তরুন ও নারী উদ্যোক্তা এবং অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আপনার জেলার সংবাদ পড়তে