গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪ ডিসেম্বর শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রাম বাংলা ফাউন্ডেশনের আয়োজনে এ ক্যাম্পে ১২টি বুথ ও একটি ভ্রাম্যমাণ গাড়িতে প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও বিভিন্ন ধরণের ওষুধ দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ২৫ কি.মি দূরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দারগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা এ বছর থেকে নিয়মিত নরোত্তমপুর উচ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বুথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবাদানের পাশাপাশি বিনামূল্যে যক্ষ্মা শনাক্ত করণের জন্য কফ সংগ্রহ ও পরীক্ষা, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয়, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগত একটি ভ্রাম্যমান গাড়িতে এইচ আইভি এইডস রোগ পরীক্ষা করা হয়েছে। এ বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ইমরানুল হক, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. এম.এন সাজ্জাদ মৃধা, ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মাসুমা খাতুন, বারডেমের ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা.এ.এফ.এম মাহবুবুল আমীন, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. দিদারুল ইসলাম, আইচি মেডিকেলের গাইনী বিশেষজ্ঞ ডা. রোকসানা আক্তার রিপা, মার্কস মেডিক্যাল কলেজের গাইনী বিশেষজ্ঞ ডা. হাবিবা আক্তারসহ দেশের খ্যাতনামা বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন ধরণের রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। গ্রাম বাংলা ফাউন্ডেশনের সভাপতি শেখ মোঃ শাকিল হাসান হৃদয়ের সভাপতিত্বে ও বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টারের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, কাপাসিয়া থানার (ওসি) মোঃ কামাল হাসেন ও বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিলউদ্দিন প্রমুখ।