ফুলবাড়ীতে কৃষক পর্যায়ে প্রাণের আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ পিএম
ফুলবাড়ীতে কৃষক পর্যায়ে প্রাণের আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড (বিএমএল)। এরই অংশ হিসেবে আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিস্থ প্রাণ কোম্পানীর ফ্যাক্টরিতে আনুষ্ঠানিকভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইলিয়াস মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাণ বীজ, সার ও বালাই নাশকের নির্বাহী পরিচালক শেখ ওয়ারেস উল হাবিব, প্রাণ ফুডস’র নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম শিকদার, বিপিএল’র প্রধান পরিচালক কর্মকর্তা এস এম মোস্তফা আফজাল এবং ফুলবাড়ী বঙ্গ মিলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ ও জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন প্রমুখ।

প্রধান অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইলিয়াস মৃধা বলেন, “কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করবে।  চলতি মৌসুমে সংগ্রহ কৃত ধান থেকে উৎপাদিত চাল দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা কৃষকদের উচ্চফলনশীল বিআর-১০৩ জাতের বীজ দিয়েছিলাম। স্বল্প সময়ে বেশি উৎপাদন হওয়ায় এটি দেশজুড়ে জনপ্রিয় হচ্ছে। এই জাতের ধান উৎপাদন বাড়লে কৃষক বেশি লাভবান হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও শক্তিশালী হবে।”

প্রাণের দীর্ঘদিনের কৃষিবান্ধব ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “চুক্তিবদ্ধ কৃষকদের সারাবছর বীজ, সার, কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হয়। এতে উৎপাদন বৃদ্ধি পায় ফলে কৃষকের আয়ও বৃদ্ধি পায়।”

বঙ্গ মিলারস লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ জানান, এ বছর তাদের নিজস্ব তত্ত্ববাবধানে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ধান চাষ করা হয়েছে। বিনাধান-১৭ ও ব্রিধান-৩৩, ৩৪, ৪৯, ৫১, ৭৫, ৮৭, ৯০, ৯৩ ও ১০৩-এমন ৯টি জাতের ধানসহ জিরাশাইল ও কাটারিসহ মোট প্রায় ২,৭৫০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।