কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পলিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাস থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্ত্বরে প্রায় ২৬ টি স্টোলে বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শিত হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ভেটেরেনারি সার্জন ডাঃ মওদুদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা সহকারী ভুমি কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, বিএনপি নেতা সাসুজ্জামান হাসু, জামায়াত নেতা মাওলানা. আব্দুর রহমান, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামিক রিলিফ কর্মকর্তা ছাবেদ আলী, সাংবাদিক জাকারিয়া মিঞা, নারী উদ্যোক্তা হেলেনা বেগম, উদ্যোক্তা মালেক মন্ডল প্রমূখ।