মেয়র মজিবুর রহমানের শোডাউন

কালিয়াকৈরে ২০ হাজার নারী ভোটার নিয়ে সমাবেশ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ পিএম
কালিয়াকৈরে ২০ হাজার নারী ভোটার নিয়ে সমাবেশ
কালিয়াকৈরে ২০ হাজার নারী ভোটার নিয়ে সমাবেশ করলেন মেয়র মজিবুর রহমান কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র মুজিবুর রহমান প্রায় ২০ হাজার নারী ভোটার নিয়ে সমাবেশ করেছেন। সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর ১আসনের মনোনয়ন প্রত্যাশী মেয়র মজিবুর রহমান তিনি বলেন,বেগম খালেদা জিয়া আমাদের আমাদের মা। তার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় আমরা আজ একত্রিত হয়েছি। দেশের চলমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যদি আমাকে গাজীপুর-১ আসনের মনোনয়ন দেয়, তবে জীবন বাজি রেখে হলেও আমি আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ইরানি সরকার,পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক মনি আক্তারসহ বিপুল সংখ্যক নারী নেত্রী ও দলীয় এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা গাজীপুর -১আসনে মেয়র মজিবুর রহমান কে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নের দাবী জানান। পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে