ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার উন্নয়নে জামায়াত-বিএনপির দুই প্রার্থীর প্রতিশ্রুতি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ পিএম
ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার উন্নয়নে জামায়াত-বিএনপির দুই প্রার্থীর প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সিলেট-১ আসনে রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। নগরীর বিভিন্ন মার্কেট ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তারা ব্যবসায়ীদের নিশ্চিন্তে ব্যবসা করার সুযোগ এবং শিক্ষার মান উন্নয়নের গুরুত্ব নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগরের জিন্দাবাজার, আলহামরা শপিং সিটি, শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি বা মোটরসাইকেল মহড়া দিয়ে সাধারণ জনগণকে ভোগান্তি দেওয়া যাবে না। যারা এমন করবেন, তারা যেই দলেরই হোক কঠোর হস্তে দমন করা হবে। তিনি ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করার প্রতিশ্রুতি দেন এবং সারাদেশের মধ্যে সিলেটে এই বিষয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করার ঘোষণাও দেন।

মুক্তাদির আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ব্যবসায়ীরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে। তিনি সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃত্ব।

অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সিলেটের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। নগরীর ১৯ নং ওয়ার্ডে মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেটের শিক্ষার অবকাঠামো অনেক পিছিয়ে রয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলের মতো শিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই। তিনি শিক্ষার মান বৃদ্ধির জন্য মাদ্রাসা ও কলেজগুলোর উন্নয়ন, শিক্ষক স্বল্পতা নিরসনের পরিকল্পনা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ক্যাম্পাস ও হোস্টেলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক স্বল্পতা নিরসন সহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও সিলেটে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় নির্মাণের চেষ্টাও করবো

মাওলানা হাবিবুর রহমান নগরীর নয়াসড়ক থেকে কাজিটুলা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগও করেন। সভায় স্থানীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে