সাতক্ষীরায় বন বিভাগের অভিযানে ৮৬০ কেজি শামুক উদ্ধার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ পিএম
সাতক্ষীরায় বন বিভাগের অভিযানে ৮৬০ কেজি শামুক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জীবন্ত শামুক উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব শামুক উদ্ধার করেন বন কর্মকর্তারা। উদ্ধার করা শামুকের পরিমাণ আনুমানিক ৮৬০ কেজি।

বন বিভাগ জানিয়েছে, স্থানীয়ভাবে অবৈধভাবে শামুক সংগ্রহ ও পাচারের খবর পেয়ে তারা অভিযান চালায়। পরে কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় শামুকগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল।

উদ্ধার করা শামুক বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ নির্মল বাবুসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে রাতের অভিযানে মোট ৮৬০ কেজি শামুক উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে চুনা নদীতে অবমুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘শামুক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে শামুক নিধন ও পাচার পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এসব কর্মকাণ্ড রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার জেলার সংবাদ পড়তে