কাপাসিয়ায় অবৈধ বালি মহালে ইউএনও'র অভিযানে প্রায় ৭০ লাখ টাকার বালি জব্দ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৩৯ পিএম
কাপাসিয়ায় অবৈধ বালি মহালে ইউএনও'র অভিযানে প্রায় ৭০ লাখ টাকার বালি জব্দ
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পর্যাপ্ত পরিমাণের বালি জব্দ করা হয়েছে। এ যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃ নাহিদুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত বালি যেন সরিয়ে নিতে না পারে সে জন্য পাহারা বসানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় মহসিন ও সালেহ আহমদের নেতৃত্বে দীর্ঘদিন যাবত এসব বালি উত্তোলন করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের সম্পর্কে এরচেয়ে বেশি বিস্তারিত জানা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন বালি ব্যবসায়ী জানান, জব্দকৃত বিশাল এই বালি মহালে অন্তত পক্ষে ৬৫-৭০ লক্ষ টাকার বালি রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, বিশাল ভাবে এখানে বালি মজুত করে রাখা হয়েছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি অবগত আছেন। এখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে এসে কাউকে পাওয়া যায়নি। বালি উত্তোলনের সরঞ্জামসহ বেশকিছু পাইপ এবং বালি জব্দ করা হয়েছে। পরবর্তীতে পরিমাপ করে জব্দকৃত বালি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হবে। এসময় তিনি আরো বলেন, কাপাসিয়ায় বালির একটা বড় সমস্যা শীত মৌসুমে।গত ডিসেম্বরে এই মৌসুমে ৬৬ বার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আবারো যেহেতু শীত শুরু হয়েছে বালু উত্তোলনও শুরু হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অভিযান পরিচালনায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে