কলকাতা নাইট রাইডার্স লিজেন্ড আন্দ্রে রাসেল আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন। ২০২৬ সালের আসর সামনে রেখে তাকে ছেড়ে দেয় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। তবে আবারও কলকাতাতে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। ‘পাওয়ার কোচ’ হিসেবে সাপোর্ট স্টাফ দলে যোগ দিচ্ছেন তিনি। এক ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের নানা লিগে ও অন্য কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে খেলব। আমি একটি ছাপ রেখে যেতে চাই। ‘হ্যাঁ, তোমার আরও আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল’ বলার চেয়ে ‘কেন, এখনো তোমার দেওয়ার অনেক কিছু আছে, অনেক দিন খেলতে পারবে’- ভক্তদের মুখে এমন কথা শোনা অবস্থাতে অবসর নেওয়া ভালো।’ ২০১৪ ও ২০২৪ সালে কলকাতার সঙ্গে শিরোপা জিতেছেন রাসেল। ২০১৯ সালে হয়েছিলেন আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। কলকাতার হয়ে ১৬টি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। দীর্ঘদিন ক্লাবের সঙ্গে থেকেছেন, সাফল্যও পেয়েছেন। তাই দলের শক্তি ধরে রাখতে ‘পাওয়ার কোচ’ হিসেবে তাকে ফেরানো হচ্ছে। নিজেই সেই কথা জানালেন রাসেল, ‘হ্যাঁ, কলকাতা, আমি ফিরে আসব। জানিয়ে রাখছি, আমি কেকেআর সাপোর্ট স্টাফের একজন হতে যাচ্ছি।’ নতুন কোচ অভিষেক নায়ারের কোচিং দলে যোগ দিচ্ছেন রাসেল। টিম সাউদি বোলিং কোচ, সহকারী কোচ শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভো টিম মেন্টরের দায়িত্বে বহাল আছেন।