ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান এবং সম্ভাব্য ভোটের দিন হিসাবেও ইঙ্গিত দিয়েছেন।
ইসি আনোয়ারুল বলেন, “ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। এ হিসেবে ভোট সম্ভবত ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার হতে পারে।” তিনি আরও বলেন, নির্বাচনের সময় ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন হতে পারে, কিছুটা সামঞ্জস্য রেখে তার আগে বা পরে এক-দুই দিন পরিবর্তনও সম্ভাব্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণার বিষয়েও ইসি জানান, রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভার পর যে কোনো দিন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে। তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
ভোটের সময় প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। কারণ একদিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। আনোয়ারুল ইসলাম জানান, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার বিষয়ে ভাবনা চলছে। পাশাপাশি ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে কমিশন, যাতে ভোটাররা সুবিধার সঙ্গে ভোট দিতে পারেন।
এই প্রস্তাবিত পরিবর্তনের ফলে ভোটাররা দীর্ঘ সময় অপেক্ষা না করে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ইসি জানান, নির্বাচন কমিশন ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সব প্রস্তুতি গ্রহণ করছে।