ডিসি আসলাম মোল্লা

বর্তমান সরকার অর্ন্তভূক্তিমূলক সমাজ উন্নয়নে গুরুত্বারোপ করেছে

এনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৫ পিএম
বর্তমান সরকার অর্ন্তভূক্তিমূলক সমাজ উন্নয়নে গুরুত্বারোপ করেছে

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেছেন, সুবর্ণ নাগরিকদেরকে সরকারের বিভিন্ন দপ্তর থেকে সর্বোচ্চ সেবা প্রদান করে। যে সমস্ত অফিসে সুবর্ণ নাগরিকদের যাতায়াত রয়েছে তাদের যাতায়াত সহজীকরণে রেংকস স্থাপন করা হয়েছে। যে সমস্ত নাগরিক হেটে যেতে পারে না তারা যেনো হুইল চেয়ারে রেংকে উঠতে পারেন। 

কিশোরগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমান সরকার সকল বিষয়ে সামাজিক উন্নয়নে অন্তর্ভূক্তিমূলক সমাজ উন্নয়নে গুরুত্বারোপ করেছে। আমরা সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার বিভাগের আমার দপ্তরের যে কাজগুলো রয়েছে সেগুলোতে সুবর্ণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া। 

কিশোরগঞ্জ জেলায় ১২ ক্যাটাগরিতে ৮৩ হাজার ১৬৬ জন সুবর্ণ নাগরিক রয়েছেন। তাদেরকে কার্যকরীভাবে সমাজসেবার ডিডি সেবা নিশ্চিত করেন।  তাদের স্বাস্থ্যসেবার জন্য সিভিল সার্জন বা তার প্রতিনিধি এমনকি হাসপাতালে দেওয়া হয়ে থাকে। আমরা সব সময় তাদের সেবায় নিয়োজিত।

এর আগে  কিশোরগঞ্জ সরকারি বালিকা সদন থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সমাজসেবা কার্যালয়ের ডিডি কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। ‘প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত  পুলিশ সুপার মো শরীফুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. দীদারুল ইসলাম।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা.দ্বীন ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত  বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিটুন চক্রবর্তী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ নাজ পারভীন, রেজিষ্ট্রেশন অফিসার মহসীন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির,ব্রাকের জেলা কোর্ডিকোর্ডিনেটর সাফরিনা জান্নাত, প্রতিবন্ধী নেতা ইবরাহীম, শুকতারা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রেজাউল হাসনাত নাহিদ,মুজিবুর রহমান জয়,ভারতী ভৌমিক,প্রতিবন্ধি ফারুক প্রমুখ। 

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ, সামাজিকভাবে প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিবন্ধীদের কল্যাণে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সাদাছড়ি উপহার প্রদান করা হয়্। এ সময় সহ জেলা প্রশাসনের ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিবন্ধীগণ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে